Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

অগ্নি নির্বাপন/উদ্ধার/আহত সেবা

অগ্নিকান্ড/ দুর্ঘটনা সংঘটিত হবার সাথে সাথে স্থানীয় ফায়ার স্টেশনে টেলিফোনে/মোবাইলে নিম্ন বর্নিত তথ্যাবলি দেওয়া সাপেক্ষে উল্লেখিত সেবা পাওয়া যাবে। এ ক্ষেত্রে কোন অর্থ প্রদান করার বিধান নাই।

·         কিসে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।

·         কোন পথে যেতে হবে।

·         মোবাইল/টেলিফোন নম্বর প্রদান করতে হবে।

·         কিভাবে আগুন লেগেছে তার তথ্য দিতে হবে।

 

এ্যাম্বুলেন্স সার্ভিস সেবা:-

টেলিফোনে/মোবাইলে নিম্ন বর্নিত তথ্যাবলি দেওয়া সাপেক্ষে উল্লেখিত সেবা পাওয়া যাবে। এ ক্ষেত্রে অর্থ প্রদান করতে হবে।

·         রোগির বিবরন দিতে হবে।

·         ঠিকানা দিতে হবে।

·         যোগাযোগ টেলিফোন/মোবাইল নম্বর দিতে হবে।

·         হাসপাতাল বা ক্লিনিকের তথ্য দিতে হবে।

·         এ্যাম্বুলেন্স সার্ভিসে শুধুমাত্র বাসা থেকে রোগীকে হাসপাতাল বা ক্লিনিকে 

          পরিবহন করা হয়।

স্টেশনের নম্বরে ০১৭৩০০০৯১৩৪ ফোন করুন।